/anm-english/media/media_files/YUbkY9nmgEH0iQw0dZk7.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০২২ সালে আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ (World Cup) জয়ের পর বর্ষসেরা স্পোর্টসম্যানের সর্বোচ্চ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi)। জ্যামাইকার স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস অবশেষে ষষ্ঠ মনোনয়নের জন্য স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার পুরষ্কার জিতেছেন। ফ্রেজার-প্রাইসের ২০২২ সালের কৃতিত্বের মধ্যে পঞ্চমবারের জন্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয় অন্তর্ভুক্ত ছিল।
History maker! Lionel Messi is the first ever athlete to win the Laureus World Sportsman of the Year and Laureus World Team of the Year Awards in the same year.#Laureus23 pic.twitter.com/WJeaBghAMA
— Laureus (@LaureusSport) May 8, 2023