/anm-english/media/media_files/xeWfXWdu8AwMhFGQgE88.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুল্লু জেলার বানজার এলাকার একটি পুরাতন বাসস্ট্যান্ডের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের জেরে নয়টি দোকান ও চারটি বাড়ি পুড়ে যায়। দোকানের মালিকরা জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে ২কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।