New Update
/anm-english/media/media_files/2025/03/18/YFU4llR006weR5RkV9Q3.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দফতর থেকে বিশ্বভারতীকে ইমেইল মারফত জানানো হয়েছে। অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। ছত্রিশগড়ের রায়পুর ICAR-NIBSM প্রাক্তন ডিরেক্টর এবং উপাচার্য। ২০২৩ সালের নভেম্বর মাসে উপাচার্যের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। তারপর থেকে এক বছরেরও বেশি বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পথ ফাঁকা ছিল।
/anm-english/media/media_files/2025/03/18/RglWAcK0jZnqaWKvWqLP.jpg)
/anm-english/media/agency_attachments/AtBG5e3MoE629QYzhZen.png)