বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ

বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়। রাজ্য, দেশের গণ্ডী ছাড়িয়ে বিশ্বজোড়া তার খ্যাতি। সারা বিশ্বের বিভিন্ন কোণায় ছড়িয়ে রয়েছেন এখানকার প্রাক্তনীরা। এবার বিশ্বভারতীর নয়া উপচার্য হলেন প্রবীর কুমার ঘোষ।

author-image
Jaita Chowdhury
New Update
xadAD

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দফতর থেকে বিশ্বভারতীকে ইমেইল মারফত জানানো হয়েছে। অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। ছত্রিশগড়ের রায়পুর ICAR-NIBSM প্রাক্তন ডিরেক্টর এবং উপাচার্য।  ২০২৩ সালের নভেম্বর মাসে উপাচার্যের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। তারপর থেকে এক বছরেরও বেশি বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পথ ফাঁকা ছিল।

xAX
ফাইল চিত্র